শিরোনাম

সোমবার, ১৩ জুন, ২০১৬

ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা আর নেই

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রাজনীতি বিশ্লেষক ও বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর মনিরুজ্জামান মিঞা আর নেই। সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। (ইন্নালিল্লাহি... রাজিউন)।
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান জানান, বনানীতে বাবার কবরের পাশে আগামীকাল মঙ্গলবার তাঁকে দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে।
মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লোকচক্ষুর অন্তরালে রাখা হয়েছিল। তিনি ব্যক্তিজীবনে চিরকুমার ছিলেন।
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ