শিরোনাম

সোমবার, ১৩ জুন, ২০১৬

দাড়ি কাটলে মেসিকে মেরে ফেলা হবে!

স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন তিনি। স্প্যানিশ লা-লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার হয়ে খেলছেন তিনি।
মাত্র ২১ বছর বয়সে মেসি তার প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জয়লাভ করেন। এখন পর্যন্ত পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেন বার্সেলোনার এই তারকা। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন তিনি।
শতবর্ষী কোপা আমেরিকায় নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি। প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে নেমে ছিলেন ভিন্ন লুক নিয়ে। মুখভর্তি দাড়ি।
মুখভর্তি দাড়িতে খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্সে দেখিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। পানামার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৯ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এ যেন মুখভর্তি দাড়ি সঙ্গে শিরোপার জন্য ক্ষুধার্ত এক চেহারা।
মেসির দাড়ি রেখেই এমন অসাধারণ খুশি পারফরম্যান্সে দলের সতীর্থরাও। তাই দাড়ি না কাটার জন্য মেসিকে হুমকিও দিয়েছে তারা। ম্যাচ শেষে এমনটাই বললেন খোদ মেসি নিজেই।
মেসি জানান, ‘যদি আমি দাড়ি কাটি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে।’
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ