শিরোনাম

শনিবার, ১৮ জুন, ২০১৬

শিক্ষক হত্যাচেষ্টার আসামি ফাহিম 'বন্দুকযুদ্ধে' নিহত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার মামলার আসামি গোলাম ফায়জুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ ঘটনা ঘটে বলে সমকালকে জানান মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ।

বুধবার বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার সময় আটক ফাহিম ১০ দিনের রিমান্ডে ছিলেন।

ওসি জিয়াউল মোর্শেদ জানান, শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে ফাহিমকে নিয়ে অনুসন্ধানে গেলে পুলিশের ওপর অতর্কিতে গুলিবর্ষণ হয়। ওই সময় ফাহিম বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

প্রসঙ্গত, গত বুধবার বিকেল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় গিয়ে তার ওপর হামলা চালায় তিন দুর্বৃত্ত।

ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষককে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টকালে গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। ওই ঘটনায় ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা হয় বৃহস্পতিবার।

হত্যাচেষ্টার মামলায় শুক্রবার গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ