শিরোনাম

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

সুষ্ঠু সুন্দর নিরাপদ বাংলাদেশ চাই | Shuvo

প্রতিশ্রুতি সুন্দর সচ্চ যৌক্তিক, কিন্তু আমাদের  প্রতিশ্রুতি'র ফলাফল হয় বিপরীত কাজ হয় উল্টো।

যার জন্য হয় মারামারি কাটা কাটি সহিংসতা।

আমি আপনি আমার বাবা আপনার বাবা পাড়া প্রতিবেশী  নিজেদের পরিবার গুলো মাঝে আগে পরির্বতন আনতে হবে।

এভাবে সব পরিবার  মাধ্যামে পুরা দেশ পরির্বতন হবে
সবাইর মাঝে এ পরির্বতন টাই বড় প্রয়োজন। 

একটা স্বাধীন দেশে মত প্রকাশ'র সবাই'র অধিকার আছে, আমি তাদের বিপক্ষে যারা দেশদ্রোহী দেশ বিরোধী।

দেশ টা পরির্বতন হবে তখনি যখন, যেভাবে  সবাই ঈদ আনন্দ উপভোগ করে পালন করে সবাই এক সাথে সম্বলিত  হয়ে ঈদ উদযাপন করে।

 সেই ভাবে যদি প্রতিটা নির্বাচন  একিভাবে  ঈদের মত করে শান্তি পুর্ন ভাবে অংশ গ্রহন হবে কোনো মারামারি সহিংসতা না হয় ভোটার মন জয় করতে সক্ষম হবে একজন প্রার্থী ।

সে যে সরকার আসুক জনগণ  পরির্বতন হলে দেশ পাল্টাতে সময় লাগবে না।

আজ আমরা সহিংসতা জড়িয়ে পড়ছি ভাই ভাই এর বিরুদ্ধে।
একজন  নেতা থাকে শত কিলোমিটার দূরে।

আর উভয় দলের কর্মীরা  থাকে পাশা- পাশী এক গ্রামে একি বাড়ি। 

আমরা কেনো বুজি না আমারা কেনো সহিংসতা  জড়িয়ে পড়ছি।

একজন  আরেকজন এর বিরুদ্ধতা করে, সকলের পরিবর্তন টাই বড় প্রয়োজন।

#আমি__সুষ্ঠু_সুন্দর_নিরাপদ_দেশ_চাই_বাংলাদেশ
 
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলা তরঙ্গ ডিজাইন বাংলা তরঙ্গ